
ডিজিটাল বাংলাদেশের রাস্তাঘাটের বেহাল দশা!! যেন দেখার কেহ নেই
বিশেষ প্রতিনিধি রিটুঃ
নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন ৮নং বিজবাগ ইউনিয়নের ৪নং ওয়ার্ড সরকারদলীয় এম.পি মোরশেদ আলমের এলাকা। বিগত বছর ধরে উক্ত এলাকার রাস্তা-ঘাট কোন ধরনের মেরামত করা হয়নি। প্রশাসন এবং সড়ক বিভাগের এই নিয়ে যেন কোন রকম মাথা ব্যাথা নেই এবং জনপ্রতিনিধি কারো যেন চোখে পড়তেছে না।
এই রাস্তার জন্য সরকারের যথেষ্ট পরিমাণে বাজেট থাকার পরও আজ এই রাস্তার বেহাল দশা। ফলে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী সহ সাধারণ মানুষ। বিষেষ করে বর্ষাকালে অত্র এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে যেতে ভোগান্তির সীমা থাকছে না। এমন বেহাল দশা নিরষণ করে সবাই যাতে গাড়ি নিয়ে নিজের বাড়ির সামনে অন্তত যেতে পারে এটাই কতৃৃপক্ষের প্রতি সকলের কাম্য। কিন্তু আজ এই বেহাল দশার কারণে মানুষ পায়ে হেঁটেও গন্তব্যে যেতে পারছেনা ।
জনপ্রতিনিধি চেয়ারম্যান বাকের কোম্পানী নামে পরিচিত। দীর্ঘদিন উনার এ রাস্তার জন্য কাজ করার ইচ্ছা থাকলেও সরকারের যথেষ্ট পরিমাণে বাজেট না আসার কারণে রাস্তার উন্নয়ন করতে পারছেন না। মানুষের একটাই আস্থা এমপি মহোদয় যদি এই রাস্তাটা একটু দেখতেন তাহলে এটা হয়ে যেতো আরো অনেক আগেই।
উল্লেখ, বাংলাদেশের স্বনামধন্য একটা টিভি চ্যানেলের মালিক এই আসনের এম.পি। এবং যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের (এমপি) মহোদয়ের পাশ্ববর্তী এলাকা। বাংলাদেশের প্রতিটা রাস্তা আজ উন্নয়নের জোয়ারে রূপান্তরিত হচ্ছে। এমনকি কিছু এলাকায় দেখা গেছে বাথরুমে যাওযার রাস্তা পর্যন্ত পাকায় রূপান্তরিত হচ্ছে। অথচ আজ সেনবাগবাসীর গ্রামের প্রধান রাস্তাটি এখন পর্যন্ত মেরামত হয় নাই। আশাকরি কতৃপক্ষ একটু সুনজর দিলে এই রাস্তাটা অতি তাড়াতাড়ি হয়ে যাবে বলে সাধারণ মানুষের প্রত্যাশা।