ক্ষিপ্ত পরীমনি চান মুক্তি।

ক্ষিপ্ত পরীমনি চান মুক্তি।

প্রতিনিধি রিটুঃ আজ তৃতীয় দফায় রিমান্ড শেষে পরীমনিকে আদালতে তোলা হলো। একদিনের রিমান্ড শেষে পরীমনিকে শনিবারে আদালতে তোলা হলে আদালত পরীমনিকে কারাগারে প্রেরণ করেন। বিচারক আশিক ইমাম এমন নির্দেশ দেন। পরীমনির আইনজীবীরা জামিনের জন্য আবেদন না করে আইনি বিষয়ে পরামর্শ করার জন্য আদালতে একটি আবেদন করেন। আদালত তা নামঞ্জুর করে খারিজ করে দেন। এবং পরীমনিকে কারাগারে প্রেরণ করেন।

ফাইল ফটো:

পরীমনি আইনজীবীদের  এমন করে বলেন আমি তো পাগল হয়ে যাবো আপনারা জামিন কেন চাচ্ছেন না। আমার সাথে কি কথা বলবেন! আপনারা আদালতে জামিন আবেদন করেন। পরীমনি আজ আদালতে তার আইনজীবীদের কে বলেন উনি খুব অসুস্থ বোধ করতেছেন। ওনার জন্য জামিনের আবেদন করার জন্য। এইদিকে রাষ্ট্রপক্ষের  আইনজীবী বললেন পরীমনিকে রিমান্ডে নেওয়ার পরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন এবং সিআইডি আবেদন করেন পরীমনিকে রিমান্ডে নেওয়ার পরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন পরীমনি থেকে।তাই মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পরীমনিকে কারাগারে রাখার জন্য অনুরোধ করেন সিআইডি।

 

আরো পড়ুন

ফেনীতে দুবাই প্রবাসী খুন! স্ত্রী পলাতক

ফেনী শহরে নাজির রোডে দুবাই প্রবাসী মোঃ সোহেল নামে (৩৫) খুন হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে এই ঘটনা ঘটেছে, ধারণা করা হচ্ছে প্রবাসীর স্ত্রী খুন করেছেন এবং অনুমানিক 2:30 মিনিটে ওই প্রবাসীর স্ত্রী উনার বাবা মারা গেছে বলে ওই রাতেই বাসা থেকে বের হয়ে যান। সাথে ওনার দুটো বাচ্চা কে নিয়ে যান। মৃত সোহেলের একটা ছেলে সাত বছর এবং একটা মেয়ে চার বছরের রয়েছে। মৃত্যুর ঘটনা উদঘাটন করার জন্য ঘটনাস্থলে শুক্রবার থেকে পুলিশ রয়েছেন এবং ফেনী মডেল থানার ওসি মনির হোসেন তদন্ত করিতেছেন।

গুণবতী ইউনিয়নের খাটুরা গ্রামের আবুল কালামের একমাত্র ছেলে সোহেল দুবাই প্রবাসীর আট বছর পূর্বে পারিবারিকভাবে খাজুরিয়া জগন্নাথ ইউনিয়নের মুজিবুর রহমানের মেয়ে শিউলীর সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে সোহেল এবং শিউলির সংসার ভালো ভাবেই চলিতেছিল হঠাৎ উনাদের দুইজনের মনে সন্দেহ এবং মতের অমিল ঘটে।

প্রবাসী সোহেল কোরবানি ঈদের আগে দুবাই থেকে দেশে আসেন ছুটিতে ধারণা করা হচ্ছে শিউলির সাথে মতের অমিল হওয়াতে সোহেলের স্ত্রী শিউলি এই খুন করতে পারেন। স্ত্রী শিউলি এখন তাদের সংসার জীবনের দুটো বাচ্চা নিয়ে পলাতক রয়েছেন।

Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )