সুশান্তর মৃত্যু রহস্য : রিয়া চক্রবর্তীকে পুলিশের ১১ ঘন্টা জেরা!!

সুশান্তর মৃত্যু রহস্য : রিয়া চক্রবর্তীকে পুলিশের ১১ ঘন্টা জেরা!!

গত রবিবার বান্দ্রার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ৩৪ বছর বয়সী বলিউডের নতুন প্রাণবন্ত, সদা হাস্যজ্জল নায়ক সুশান্ত সিং রাজপুর। হঠাৎ করেই দুরিয়ার সব আয়েজন, প্রয়োজন ফেলে তরুণ তারকা সুশান্ত সিং রাজপুর ফিরে গেছেন অনন্তকালে।

সুশান্ত ও রিয়া। ছবি: ইনস্টাগ্রাম

সুশান্ত সিং রাজপুত ও রিয়া চক্রবর্তী [ছবি : ইনষ্টাগ্রাম]

নশ্বর পৃথিবীতে রয়ে গেছে তাঁর নানা রঙ্গের অসংখ্য ধুসর, উজ্জ্বল স্মৃতি। সেই স্মৃতি যেন ভারী থেকে ভারী হয়ে ঠেকেছে “প্রমিকা” রিয়ার কাছে। যার ফলে অকালে চলে যাওয়া আবেগপ্রবণ তরুণ্যের অস্বাভাবিক মৃত্যুর কারণ উদ্ঘাটনে সবার আগে তাকে আশ্রয় মনে করছেন মুম্বােই পুলিশ। তদন্তের প্রথম ধাপে ১১ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হলো এই নবীন তারকাকে।

সুশান্তের পরিবারের দাবি, খুন করা হয়েছে তাদের সন্তানকে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন ও পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনাটি আত্মহত্যাই।

আত্মহত্যা? কিন্তু কেন আত্মহত্যা করলেন সুশান্ত? মেলেনি কোন সুইসাইড নোট। তাই এই তারকার মৃত্যুর জট খুলতে বেশ ভাবনায় পড়তে হয়েছে মুম্বাই পুলিশের।

গতকাল তদন্ত করার জন্য সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে পুলিশ থাানায় তলব করেছেন। তাদের ডাকে সাড়া দিয়ে বেলা সাড়ে ১১ টা নাগাদ বান্দ্রা পুলিশ ষ্টেশনে হাজির হন রিয়া। ইনষ্টাগ্রামে দেওয়া একটি ভিডিওতে দেখা যায়, সাদা জামা পরা রিয়া গাড়ী থেকে নেমে দ্রুত থানার দ্বিতীয় তলার একটি কক্ষে ডুকেক পড়ছেন। মুখ ডাকা ছিল মাস্কে। স্থানীয় গণমাধ্যমগুলো তাদের খবরে প্রকাশ করেছে, গতকাল সারা দিন দফায় দফায় রিয়া চক্রবর্তীকে জেরা করে পুলিশ। প্রায় ১১ ঘন্টা ধরে চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। রাত সাড়ে ১০টায় পুলিশ ষ্টেশন থেকে বেরিয়ে যান রিয়া। সঙ্গে রিয়ার বাবা মা ও ছিলেন। গনমাধ্যমে কোন কথা না বলে হাত জোড় করে রিয়া বেরিয়ে যান।

রিয়া চক্রবর্তী। ছবি: ইনস্টাগ্রাম

রিয়া চক্রবর্তী

এর আগে দেড় বছর আগে রিয়ার সঙ্গে সুশান্তের প্রেমের সম্পর্কের খবর ছিল ‘ওপেন সিক্রেট’। শুধু তা-ই না, নভেম্বরই নাকি বিয়ে করার কথা ছিল সুশান্তর, জানিয়েছেন প্রয়াত অভিনেতার এক আত্মীয়।

পরিচালক রোমি জাফরি অভিনেতার মৃত্যুর পর সংবাদমাধ্যমকে বলেন তার পরবর্তী সিনেমাতে সুশান্ত আর রিয়ার অভিনয়ের কথা ছিল।

ইতিমধ্যেই পুলিশ ১১ জনের বয়ান রেকর্ড করেছেন যার মধ্যে রয়েছে সুশান্তের পরিবার, ঘটনার দিন ফ্ল্যাটে হাজির তিন হাউসহেল্প, বন্ধু, দুই ম্যানেজার এবং বন্ধু মহেশ শেট্টি। টাইমস অব ইন্ডিয়া সূত্রে খবর, সুশান্তর আত্মহত্যার মামলায় বেশ কয়েকটি বড় প্রযোজক সংস্থার সঙ্গেও কথা বলবে পুলিশ।

 

তদন্ত চলছে ব্যক্তিগত জীবনের কোন সমস্যা, নাকি পোগত বিদ্বেষ? সবদিক খতিয়ে দেখছে পুলিশ। সুশান্তের ডায়েরী এবং ওষুধ ও চিকিৎসকের ব্যবস্থাপত্রের সূত্র ধরেও তদন্ত চলছে । বেশ কয়েকজন চিকিৎসকের সঙ্গে কথা বলেছেন পুলিশ, সুশান্ত বেশ কয়েকজন চিকিৎসকের ওষুধ সেবন করেছেন বলে জানা যায় প্রেসক্রিপশন দেখে ।

 

এর আগে গত বুধবার সুশান্তের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে বলিউড তারকা সালমান খানের বিরুদ্ধে। শুধু সালমান নন, সুশান্ত সিং রাজপুতের অপমৃত্যুর ঘটনায় বাদী মামলা করেছেন করণ জোহর, সঞ্জয় লীলা বানসালি, আদিত্য চোপড়া, সাজিদ নাদিয়াদওয়ালার, একতা কাপুরসহ আটজনের বিরুদ্ধে। বিহারের মুজাফফরপুরে একটি আদালতে এই মামলা করেছেন অ্যাডভোকেট সুধীর কুমার ওঝা।

#সুশান্ত সিং রাজপুত #বলিউড #রিয়া চক্রবর্তী

Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )