
অষ্ট্রেলীয় বিজ্ঞানীরা আবিস্কার করলেন!! মানবশরীর যেভাবে লড়াই করছে করোনার বিরুদ্ধে!!
নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এর সঙ্গে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার লড়াইয়ের কৌশল আবিস্কারের দাবি করেছেন অস্ট্রেলীয় বিজ্ঞানীরা। আজ মঙ্গলবার এ-সম্পকির্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে গবেষণা পত্রিকা নেচার মেডিসিনে।
মেডিসিনে প্রকাশিত প্রবন্ধে বলা হয়েছে, সাধারণ ফ্ল থেকে মানুষ যেভাবে সেরে ওঠে, ঠিক একই প্রত্রিয়ায় করোনাবাইরাস থেকেও সেরে ওঠেছে। এ ক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা কোন কোষগুলো সক্রিয় ভূমিকা নেয়, তা খুঁজে পেলে এর প্রতিষেধক তৈরি সহজ হবে।
গবেষক দলটির অন্যতম সদস্য অধ্যাপক ক্যাথেরিন কেডজিয়েরস্কা বলেন, এটি গুরুত্বপূর্ণ আবিস্কার, এই প্রথমবারের আমরা বুঝতে শুরু করেছি যে আমাদের শরীর করোনাভাইরোসের সঙ্গে কীভাবে লড়াই করে।
প্রথম বারের মতো বিজ্ঞানীরা শরীরের চারটি প্রহরী কোষকে শনাক্ত করেছেন, যা নতুন করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে। এই কোষগুলোকে শনাক্তের জন্য বিজ্ঞানীরা মাঝারি মাত্রায় আক্তান্ত এক ব্যক্তিকে পর্যবেক্ষন করেন, যার আগে অন্য কোন রোগে আক্রান্ত হওয়ার ইতিহাস নেই। অস্ট্রেলীয় এক হাসপাতালে চিকিৎসা নেওয়া চীনের উহানের ৪৭ বছর বয়সী ওই আক্রান্ত নারী ১৪ দিনের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন।
গবেষকেরা জানান, চিকিৎসাকালে সংশ্লিষ্ট বিজ্ঞানীদের পুরো দল ওই রোগীর শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা কীভাবে সাড়া দিচ্ছে, তা পর্যবেক্ষণের এই ফলাফল আমাদের ভীষণভাবে আবেগাপ্লুত করে।