হ্যান্ড স্যানিটাইজার গাড়ীতে রাখার ভয়াবহ ফলাফল!!

হ্যান্ড স্যানিটাইজার গাড়ীতে রাখার ভয়াবহ ফলাফল!!

বর্তমান অসুস্থ্য পৃথিবীতে মহামারি করোনা ভাইরাসে স্বাস্থ্য বিজ্ঞানীদের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যবিধী মেনে চলতে সবচেয়ে বেশী ব্যবহৃত হচ্ছে প্রায় ৬০% এলকোহল দিয়ে তৈরি হ্যান্ড স্যানিটাইজার। আর এই ৬০ শতাংশ এলকোহলিক হ্যান্ড স্যানিটাইজারের জন্য ঘটেছে একের পর এক সব ভয়াবহ দূর্ঘটনা। উপরের ছবিটি তেমনি একটি দুর্ঘটনার ছবি সামনে এনেছে যুক্তরাষ্ট্রের ইলিনয়িস ফায়ার সার্ভিস বিভাগ। ফেসবুকে পুড়ে যাওয়া তিনটি ছবি প্রকাশ করে তারা জানায়, হ্যান্ড স্যানিটাইরের জন্য এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এনটিভি ডট কম জানায়, বৃহস্পতিবার ইলিনয়িস অঙ্গরাজ্যের পাইওনির রোডে এই ঘটনা ঘটে। জানা যায়, গাড়ীর মালিক উইন্ডশীল্ডের হ্যান্ড স্যানিটাইজার রেখেছিলেন। ফায়ার বিভাগ জানিয়েছে, “প্রাথমিক তদন্ত শেষে আমরা জেনেছি, ড্যাশবোর্ডের পাশে থাকা হ্যান্ড স্যানিটাইজারের ছোট বোতলটির কারণেই আগুনটি লেগেছে। তারা ধারণা করছেন সূর্যরশ্মির প্রচন্ড তাপে হ্যান্ড স্যানিটাইজারের বোতল থেকে আগুনের সূত্রপাত হয়।

এদিকে ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, ওই গাড়ীর মালিক যে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছিল তাতে ৮০% এলকোহল ছিল। কিন্তু সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলতে হলে হ্যান্ড স্যানিটাইজারে অন্তত ৬০% শতাংশ এলকোহল থাকা প্রয়োজন।

Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )