রাজধানীতে কাল থেকে নতুন নিয়মে আসছে লকডাউন

রাজধানীতে কাল থেকে নতুন নিয়মে আসছে লকডাউন

দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এখন নতুন পদ্ধতিতে শতভাগ লকডাউনে যাচ্ছে সরকার। কাল রবিবার রাজধানী ঢাকা এই লকডাউন শুরু হওয়ার কথা। আগামী বৃহস্পতিবারের মধ্যে দেশের অন্যান্য স্থানে এলাকাভিত্তিক লকডাউন কার্যকর হবে। স্বাস্থ্য বিভাগ এরই মধ্যে এই ব্যাপারে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে রাজধানীর যেসব এলাকায় আক্রান্তের সংখ্যা ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে সেইসব এলাকা আজ-কালের মধ্যেই লকডাউন করা হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর সূত্র জানায়, প্রথম দফায় সরকার রাজধানীর ঢাকাকে উচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ঢাকার যে যে এলাকায় বেশি সংক্রমণ ঘটেছে এবং বেশি রোগী আক্রান্ত সেসব এলাকা চিহ্নিত করার কাজ প্রায় শেষ করা হয়েছে।

এখন বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে রাজধানীর যেসব এলাকায় আক্রান্তের সংখ্যা ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে সেইসব এলাকা আজ-কালের মধ্যেই লকডাউন করা হবে।

এরপর গাজীপুর ও নারায়ণগঞ্জ এর যেসব এলাকায় সবচেয়ে বেশী রোগী রয়েছে সেসব এলাকা একই পদ্ধতি লকডাউন করা হবে। স্বাস্থ্য ও সেব বিভাগের একজন কর্মকর্তা বলেন মোবাইল ফোনের মাধ্যমে রোগী চিহ্নিত করার পর যে সব এলাকায় বেশী রোগী দেখা যাচ্ছে সেসব এলাকাকে “রেড জোন” বলে ঘোষণা দিয়ে ঐ এলাকা নির্দিষ্ট সময়ের জন্য পুরোপুরি লকডাউন করে দেওয়া হবে ।

Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )