যুবলীগ নেতা গ্রেপ্তার! গুলি ছোড়ার ভিডিও ভাইরাল

যুবলীগ নেতা গ্রেপ্তার! গুলি ছোড়ার ভিডিও ভাইরাল

চট্টগ্রাম প্রতিনিধিঃ

জাতীয় শোক দিবসের কর্মসূচিতে সংঘর্ষের ঘটনার দিন প্রকাশ্যে গুলি ছোড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। চট্টগ্রামের চন্দনাইশে এ ঘটনা ঘটে। এই ঘটনায় কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মোঃ গিয়াস উদ্দিন ওরফে সুজনকে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) গ্রেপ্তার করেছে। শুক্রবার মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাকৃত যুবলীগের  এই নেতার দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের খুলশী থেকে তার সহযোগী  মাঈনউদ্দীনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ  থেকে একটি বিদেশী অস্ত্র, একটি রিভলবার ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সভায় গুলি বর্ষণ ও নাশকতার সৃষ্টির ঘটনায় গত বৃহস্পতিবার চন্দনাইশ থানায় একটি মামলা হয়, বললেন, র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালকক নুরুল আবছার । র‌্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাবাদের তারা গুলিবর্ষনের কথা স্বীকার করেছেন এবং উদ্ধার হওয়া অস্ত্রগুলোও অবৈধ বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

চট্টগ্রামের চন্দনাইশের হাশিমপুরে একটি কমিউনিটি সেন্টারে ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে শোক দিবসের আলেচনা সভার আয়োজন করা হয়েছিল। এ আয়োজনের দায়িত্বে ছিল গিয়াস উদ্দিন। ছাত্রলীগের কমিটি গঠনের বিরোধের জের ধরে অপর একটি পক্ষ ওই কর্মসূচিতে হামলা চালায়। পরে গিয়াস উদ্দিন প্রকাশ্যে গুলি ছোড়েন সেটা ভাইরাল হয়।

Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )