
ফেনীতে মুহুরি নদীতে ফের অবৈধভাবে বালু উত্তোলন
ফেনী প্রতিবেদক:
ফেনীতে ছাগলনাইয়া থানাধীন মুহুরী নদী অবস্থিত, দীর্ঘ দিন এ নদীতে বালু উত্তোলনের কারণে এলাকার মানুষের ফসলি জমিন ভাঙ্গন দেখা দেয়। মানুষের অভিযোগের ভিত্তিতে দীর্ঘ ১৫ বছর এই এলাকায় মুহুরী নদী বালু উত্তোলন বন্ধ ছিল। বর্তমানে ৫ আগস্ট এর পরবর্তী সময়ের মধ্যে কিছু অসাধু ব্যক্তি তৎপর হয়ে ওঠে মহুরি নদীতে বালু উত্তোলনের জন্য। দীর্ঘদিন যাবত অসাধু ব্যক্তিদের তৎপর সাধারণ এলাকার মানুষদের চোখে পড়ে এবং এলাকার সাধারণ জনগণ এর বিরুদ্ধে অভিযোগ করেন কিন্তু এই অসাধু ব্যক্তিগণ সাধারণ জনগণের অভিযোগের তোয়াক্কা না করে অবৈধভাবে বালু উত্তোলন করার জন্য তৎপর হয়ে ওঠেন। এই অসাধু ব্যক্তিগণ প্রশাসনের নাকের ডগায় প্রশাসনকে তোয়াক্কা না করে এই মুহুরি নদীতে বালু উত্তোলনের জন্য মেশিন সেট করেন।

ফেনীতে মুহুরি নদীতে ফের অবৈধভাবে বালু উত্তোলন
এবং প্রশাসনকে বুদ্ধ আঙ্গুল দেখিয়ে এ ব্যক্তিগণ বালু উত্তোলন শুরু করেন এরই মধ্যে এলাকার মানুষগণ কিছু বলতে চাইলে মানুষদেরকে হুমকি দিয়ে যাচ্ছেন, এলাকার মানুষের আকুল আবেদন ফেনী জেলা প্রশাসক এবং ছাগলনাইয়া উপজেলা ইউএনও এর দৃষ্টি আকর্ষণ করে বলতেছেন যে মুহুরী নদীতে যেন বালু উত্তোলন না হয়। গত ১৫ বছর আগে মুহুরী নদীতে বালু উত্তোলনের কারণে নদী এমন আকারে ভাঙ্গন দেখা দেয় এর পার্শ্ববর্তী নদীর কূল এলাকা বড় আকারের ভাঙ্গন দেখা দেয় বর্ষাকালে মানুষের ভোগান্তি বাড়ে, এখন আবার বালু উত্তোলন করলে ফের ভাঙ্গন এবং ভোগান্তি বাড়তে পারে।
এই বালু উত্তোলনের কারণে নদীর কূল এলাকায় ঘরবাড়ি ভাঙতে পারে মসজিদ মাদ্রাসা ভাঙতে পারে ফসলি জমিন বিলীন হয়ে যাবে এবং মানুষের যাতায়াতের রাস্তা পর্যন্ত ভেঙে যাবে এবং ভেঙে যাচ্ছে তারপর এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিগণ ছাগলনাইয়া থানাধীন অভিযোগ দিলে ছাগলনাইয়া থানার কর্মকর্তা এর বিরুদ্ধে তৎপর হয়ে ওঠে তাৎক্ষণিক এসে বালু উত্তোলন বন্ধ করেন এখন এলাকার মানুষের একটাই দাবি এই বন্ধ যেন ক্ষণিকের জন্য যেন না হয় এই বন্ধ যেন দীর্ঘস্থায়ী হয় এবং প্রশাসন যেন সবসময় তৎপর থাকেন এই অসাধু ব্যক্তিগণ যেন বালু উত্তোলন না করতে পারেন এই অসাধু ব্যক্তিগণকে অতি দ্রুত আইনের আলতা যেন নিয়ে আসা হয় এবং এই ব্যক্তিরা যেন আর কখনো এমন দুঃসাহস না করে।