
নুসরাত ফারিয়ার প্রস্তুতি…
শোবিজ প্রতিবেদক: করোনাভাইরাসের কারণে মিডিয়া জগতের প্রায় সবারই কাজ বন্ধ ছিল। নেই শুটিং। পুরো দেশেই চলছিল লকডাউন এই লকডাউনের কারনে থেমে গিয়েছিল নুসরাত ফারিয়ার অভিনীত অপারেশন সুন্দরবন ও যদি কিন্তু তবুও ছবির শুটিং। এবার এসব অসমাপ্ত ছবির শুটিংর এর কাজ শেষ করার জন্য প্রস্তুত দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া।
নুসরাত ফারিয়া বলেন, এর মধ্যে চলচিত্র প্রযোজক সমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে আবার শুটিং শুরু হচ্ছে। তাই যে কাজ গুলো অসমাপ্ত আছে, তা শিগগিরই শেষ করার পরিকল্পনা করা হচ্ছে। এটা শুনেই নিজেকে অভিনয়ের জন্য নতুন করে প্রস্তুত করেছি।
কারণ টাকা দুই মাস পুরোপুরি অভিনয় জগতের বাইরে ছিলাম। এপ্রিল এর প্রথম সপ্তাহে গিয়েছিলাম দেশের বাড়ী ময়মনসিংহে। কিন্তু ছুটি কাটাতে গিয়ে এতো লম্বা সময় আটকা পড়ে যাবো ভাবিনি। ক্যারিয়ারে এমন অবসর সময় আর কখনোই কাটাইনি। টানা দুই মাস পরিবারের সদস্যদের সাথে গ্রামীন পরিবেশে ভালই সময় কেটেছে। কিন্তু নতুন কিছু করা হয়ে উঠেনি।
নুসরাত ফারিয়া আরোও বলেন, করোনা মহামারী আমাদের জীবন ও কাজ সম্পর্কে নতুন করে ভাবতে শিখিয়েছে। অনেকের মতো আমিও এই বন্ধি সময়ে অনেক পরিকল্পনা করেছি। সেসব আগামী দিনের কাজের মাধ্যমে তুলে ধরতে চাই। আমার ধারণা করোনা পরবর্তী সময়ে আমাদের চলচিত্র আরও প্রাণবন্ত হয়ে উঠবে।