চীন-ভারত সংঘর্ষ!! ২০ সেনা নিহত!!

চীন-ভারত সংঘর্ষ!! ২০ সেনা নিহত!!

বিরোধপূর্ণ কাশ্মীর অঞ্চলের লাদাখ সীমান্তে ভারত ও চীনা সৈন্যদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন ভারতীয় সৈন্য নিহত হয়েছে বলে ভারতীয় কর্মকর্তারা স্বীকার করছেন।

চীন ও ভারতের পক্ষ থেকেই হতাহতের দাবি করা হচ্ছিল। এর আগে জানা গিয়েছিল ৩ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। কিন্তু মঙ্গলবার দিনের পর ভারতীয় কর্মকর্তারা জানান, সংঘর্ষে আহত বেশ কয়েকজন মৃত্যুবরণ করেছে।

চীনের তরফ থেকে এ ব্যাপারে এখনও কোন তথ্য জানা যায়নি। ভারতীয় সেনাবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ১৭ জন ভারতীয় সেনা প্রচন্ড ঠান্ডার মধ্যে ঘটা ওই সংঘর্ষে গুরুতর আহত হয় এবং পরে প্রাণত্যাগ করে।

 

স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়, ভারতীয় সেনাদের পিটিয়ে হত্যা করা হয়, কিন্তু সামরিক বাহিনী এখবর নিশ্চিত করেনি এখনো।

 

অভিযোগের আঙ্গুল পরস্পরের দিকে

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয় অভিযোগ করছে, গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা মেনে চলার জন্য গত সপ্তাহে দুই পক্ষের মধ্যে যে ঐক্যমত্য হয়েছিল চীন তা ভঙ্গ করেছে।

চীন তাদের দিক থেকে কেউ হতাহত হবার কথা না বললেও ভারতের বিরুদ্ধে সীমান্ত পার হয়ে চীনা অংশে ঢুকে পড়ার অভিযোগ আনে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, ভারত সোমবার দুই দফায় সীমান্ত লঙ্গন করে, উস্কানি দেয় এবং চীনের সৈন্যদের আক্রমণ করে। এর ফলে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে হাতাহাতি হয়।

Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )