চাঁদপুরের জন্য ২০৪ কোটি টাকার ঋণ বরাদ্ধ : বাংলাদেশ কৃষি ব্যাংক

চাঁদপুরের জন্য ২০৪ কোটি টাকার ঋণ বরাদ্ধ : বাংলাদেশ কৃষি ব্যাংক

চাঁদপুর প্রতিনিধি :

বাংলাদেশ কৃষি ব্যাংকের চাঁদপুরের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ ফাতেহা খান ২০ সেপ্টেম্বর, ২০২১ইং তারিখে বলেন:- আসন্ন রবি মৌসুমে কৃষকদের বিভিন্ন খাতের জন্য ২০৪ কোটি টাকা  চাঁদপুর অঞ্চলের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।

চাঁদপুর জেলার ৮ উপজেলার ২৮ টি শাখায় বাংলাদেশ কৃষি ব্যাংক চলতি বছরে ২০২১-২০২২ইং রবি মৌসুমে এই টাকা বরাদ্দ দিয়েছে। কৃষি, মৎস্য, গবাদিপশু ও হাঁস মুরগির প্রতিপালন, উৎপন্ন ফসল গুদামজাতকরন, কৃষি যন্ত্রপাতি ক্রয় ইত্যাদিতে উক্ত টাকা বরাদ্দ দিয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক।

জানা যায় ৮টি প্রধান খাতে এই টাকা বিতরণ করা হবে। তার মধ্যে ৮ কোটি ৭৫ লাখ টাকা মৎস্য, ১৭ কোটি ৩০ লাখ টাকা প্রাণিসম্পদ, কৃষি যন্ত্রপাতি ক্রয় ২০ কোটি ৫০ লাখ টাকা, বীজ উৎপাদন ও সংরক্ষণ খাতে ১ কোটি টাকা এবং ফসল উৎপাদন খাতে  ৮২ কোটি ২৫ লাখ টাকা, কোভিড-১৯ কর্মসূচিতে ৩ কোটি ৭২ লাখ টাকা।

উল্লেখ্য বাংলাদেশ কৃষি ব্যাংক দেশের একটি বিশেষায়িত ব্যাংক। দেশের কৃষি উৎপাদন ও উন্নয়নে কৃষি ব্যাংক গুরুত্বপূর্ণ  অবদান রাখছে। ফলে প্রতিবছর কৃষি ও কৃষকদের ঋণ প্রদান করে থাকে এই বিশেষায়িত ব্যাংক।  কৃষক,  বর্গাচাষী, মৎস্য ও প্রাণিসম্পদ ও  তৈলবীজ উৎপাদনে বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ৮ শতাংশ সুদে ঋণ গ্রহণ করতে পারবে বলে ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে সাধারণ কৃষক থেকে শুরু করে সব ধরনের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য এই ঋণ বরাদ্দ দেওয়া হয়েছে। বিশেষ করে কৃষি, মৎস্য, গবাদিপশু ও হাঁস মুরগি প্রতিপালন উৎপাদন এমনকি কৃষি কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ক্রয় সহ ইত্যাদি খাতে ৮ শতাংশ সুদে ঋণ প্রদান করা হবে বলে জানা গেছে।

 

এস.এস/

Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )