
কেয়া পায়েল আবারও ইমরানের নতুন গানে
বিনোদন ডেস্ক: ইমরানের জন্মদিনে শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে হাজির হবেন, বললেন ইমরান নিজেই । উল্লেখ্য সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই ইমরানের জন্মদিন। গানের শিরোনাম দিয়েছেন “পরান বন্ধুরে” । এই গানের মিউজিক ভিডিও চিত্রের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।
Photo from Facebook
পরান বন্ধুরে গানটি লিখেছেন কবির বকুল আর সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান নিজেই। আর মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন হালের জনপ্রিয় টিভি নাটকের অভিনেত্রী কেয়া পায়েল। কেয়া পায়েল ইমরানের সাথে এর আগেও মডেল হিসাবে কাজ করেছেন।
সংগীত শিল্পী ইমরান বলেন, কোভিড-১৯ এর ফলে বিধিনিষেধ কঠোর হওয়ায় গত ইদেও কোনো গান উপহার দিতে পারিনি। তাই এবার আমার ভক্তদের জন্যআমার জন্মদিনের উপহার হিসাবে গানটি প্রকাশ করা হবে।
যারা আমার গান পছন্দ করেন তাদের জন্যই এই গান এবারের জন্মদিনে উপহার দিলাম আশা করছি বরাবরের মতো এবারও সবার পছন্দ হবে গানটি। কারন এই গানটি এবার একটু আলাদা ভাবে তৈরী করেছেন। প্রযোজনা প্রতিষ্ঠানকে বলেছেন ৫ সেপ্টেম্বর, ২০২১ইং তারিখেই গানটি যাতে তাদের ইউটিউভ চ্যানেল এ প্রকাশিত হয়।
এস.এস