করোনায় বাংলাদেশে প্রথম মৃত্যু

করোনায় বাংলাদেশে প্রথম মৃত্যু

মীরজাদী (ফাইল ছবি)

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা আজ বুধবার বিকেলে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন।

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম যিনি মারা গেছেন তাঁর বয়স 70 বছর। করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তি একজন পুরুষ। দেশে এই প্রথম একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেল।

মারা যাওয়া ব্যক্তি বিদেশ থেকে আসা ও সংক্রমিত এক ব্যক্তির মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলে জানান মীরজাদী। আইইডিসিআর পরিচালক বলেন, ওই ব্যক্তি (মারা যাওয়া) উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনির সমস্যায় ভুগছিলেন। পাশাপাশি তাঁর হার্টে ষ্টেন্ট পরানো ছিল।

দেশে এখন পর্যন্ত ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল 10। কিন্তু গত 24 ঘন্টায় এই সংখ্যা বেড়ে হয়েছে ১৪ জন। নতুন আক্রান্ত চারজনের মধ্যে একজন নাী ও তিনজন পুরুষ। একজন আগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে ছিলেণ। আর বাকি তিনজন বিদেশ থেকে এসেছেন। তাদের মধ্যে দুজন ইতালি একজন কুয়েত থেকে এসেছেন।

Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )